হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে আটক করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকার একটি টিম।
বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ১২টার দিকে নগরের বনকলাপাড়া থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের। তিনি বলেন, সিআইডির ঢাকার একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছে।