শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

২৩ মে শুরু ৪২তম বিসিএসের ভাইভা

গেজেট ডেস্ক

৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৩ মে থেকে এই পরীক্ষা শুরু হবে। বুধবার (৫ মে) পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনকে ভাইভার জন্য ডাকা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত ভাইভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকারপত্রটি ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার একমাস পর ২৯মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন