খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাকিবকে নিয়েই শ্রীলঙ্কা সিরিজের ভাবনা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরবর্তী এখনো কোন ধরণের ক্রিকেট ফেরাতে না পারা বিসিবি শ্রীলঙ্কা সফরেই নজর দিয়েছিল। স্থগিত হওয়া তিন টেস্ট সিরিজটি ইতোমধ্যে দুই বোর্ডের আলোচনার টেবিলে, শীঘ্রয়ই চূড়ান্ত হবে। বিসিবির ভাষ্যমতে সিরিজ চূড়ান্তই, কেবল সূচির অপেক্ষায় তারা। হিসাবমতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানেরও ফেরার সুযোগ আছে এই সিরিজ দিয়েই। অক্টোবরে লঙ্কা সফরে যাবে টাইগাররা, তবে কোয়ারেন্টাইন, প্রস্তুতি ম্যাচ শেষে সিরিজ মাঠে গড়াবে নভেম্বরে।

এদিকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। ফলে নভেম্বরে টাইগারদের পোস্টার বয়ের মাাঠে নামতে বাধা থকছে না। কিন্তু সেক্ষেত্রে লড়াইটা সাকিবের নিজের সাথেই, থাকতে হবে ম্যাচে খেলার মত ফিট। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনায় রয়েছে এই সিরিজেই সাকিবকে মাঠে ফেরানোর। এ জন্যই শ্রীলঙ্কা সফর একটু পিছিয়ে নভেম্বরে শুরু হতে পারে। বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এমন ইঙ্গিত ই দিয়েছেন।

কিছুদিনের মধ্যে ইংল্যান্ডে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরুর কথা সাকিবের। মাঠে ফিরতে একটি কাউন্টি ক্লাবের সাথে যোগাযোগও করেছে। তাকে সাহায্য করবেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাক।

সাকিবের শ্রীলঙ্কা সফরে বিবেচনায় থাকা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘খেলার মত ফিট থাকলে লঙ্কা সফর দিয়ে ফেরার সুযোগ আছে সাকিবের।’

অক্টোবরে টাইগারদের লঙ্কা সফর নিশ্চিত হলেও থাকছেনা কোনো সীমিত ওভারের ম্যাচ। নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘শ্রীলঙ্কা সফর মোটামুটি নিশ্চিত হযে গেছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে যেতে পারে দল। টেস্টের বাইরে অন্য সংস্করণ আগের আলোচনায় ছিল। এখন আর টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হচ্ছে না।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!