পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১৬৮ আসনে এগিয়ে আছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে রয়েছে ১০৯ টিতে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে।
আজ রোববার সকাল ১১টায় ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজ্যে মোট ২৯২ আসনের মধ্যে তৃণমূল ১৬৮টিতে এগিয়ে থাকলেও তৃতীয় রাউন্ড শেষে আলোচিত নন্দীগ্রামে পিছিয়ে পড়েছেন মমতা। সেখানে সাড়ে চার হাজার ভোটে এগিয়ে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। যদিও নন্দীগ্রামে এখনও বাকি ১৪ রাউন্ড গণনা।
অধিকাংশ আসনে ভোটের পার্থক্য খুবই কম। ফলে শেষ পর্যন্ত অনেক আসনের প্রাথমিক হিসাব পাল্টে যেতে পারে বলে পর্যবেক্ষকদের অভিমত।
খুলনা গেজেট/এনএম