শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রামপালের পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের পাশে নৌবাহিনী

রামপাল প্রতিনিধি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নৌবাহিনী। শনিবার সকাল ও দুপুরে এরিয়া কমান্ডার খুলনার তত্ত্বাবধানে রামপাল ও মোংলায় পাঁচশত হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। ত্রাণ বিতরণের দায়িত্বে ছিলেন বাগেরহাটের মোংলার দিগরাজ নৌঘাঁটির সাঃ লেঃ জুয়েল চন্দ্র সরকার।

তার নেতৃত্বে দুপুরে রামপালের কাপাশডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চালু, ৫শ গ্রাম ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ কেজি তেল ও ৫শ গ্রাম লবণ।

এর আগে সকাল ১০ টায় মোংলা উপজেলার বাসস্ট্যান্ড পিকনিক কর্নার এলাকায় প্রায় ৩শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝেও সমপরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করেছেন নৌবাহিনী।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন