বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

ইবিতে কলা অনুষদের নতুন ডিন ড. রাশিদ আসকারী

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদের ডিন হিসেবে মেয়াদ শেষ হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশােধিত আইন ২০১০’র ২৩ (৪) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমােদন সাপেক্ষে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীকে দায়িত্ব দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আজ শুক্রবার (৩০ এপ্রিল) থেকে পরবর্তী ২ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

ডিন হিসেবে দায়িত্ব পাওয়ার পর শুক্রবার (৩০ এপ্রিল) এ পদে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। তিনি বলেন, ‘আমি আগেই চিঠি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী আজ থেকে নিয়োগ কার্যকর হয়েছে এবং আজ থেকেই দায়িত্ব গ্রহণ করেছি। আমার কাছে যে দায়িত্ব এসেছে তা আমি সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে পালন করবো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন