শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোড়েলগঞ্জে চোরা শিকারিদের হাতে প্রাণ গেলো ২২৮ ঘুঘু ও কবুতর

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবার খেয়ে ২৮টি পোষা কবুতর ২০০টি ঘুঘু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নাছির উদ্দিন ফরাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বণ্য পাখি ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে কবুতরও মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে নাছির উদ্দিনের কমপক্ষে ২৫ হাজার টাকার ক্ষতি হলেও অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে প্রকৃতি।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন