প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর মঙ্গলবার একটু হলেও কমল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। নিয়ে দেশে এখনও অবধি কোভিডে আক্রান্ত হলেন ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন।
গত কয়েকদিনে দেশের দৈনিক মৃত্যুতে রোজই তৈরি হয়েছে নতুন রেকর্ড। সোমবারের তুলনায় মঙ্গলবার মৃত্যু কম হলেও তা আড়াই হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭১ জন। এ নিয়ে মোট ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাসের বিভিন্ন প্রজাতি।
তবে দৈনিক সংক্রমণ মঙ্গলবার গত ৪ দিনের তুলনায় একটু কম রয়েছে। তা বলে স্বস্তির কোনও জায়গায় নেই। রোজ তিন লক্ষাধিক আক্রান্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ। দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪ জন। এই সংখ্যক সক্রিয় রোগীর জেরে হাসপাতালগুলিতে শয্যার আকাল দেখা গিয়েছে। হন্যে হয়ে ঘুরেও শয্যা পাচ্ছেন না অনেকে। শয্যা পেলেও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে গত কয়েকদিনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ৫৮ হাজার ৭০০ জনের।
এ সবের মধ্যেই দেশে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৩৩ লক্ষ ৫৯ হাজার ৯৬৩ জন। এ নিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৫২ লক্ষ ৭১ হাজার ১৮৬।
খুলনা গেজেট/এনএম