বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

প্রথম বিদেশ সফরে তোপের মুখে মিয়ানমারের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রথম বিদেশ সফরে গিয়েই তোপের মুখে পড়েছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতারা জেনারেল মিনকে হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পর দক্ষিণপূর্ব এশিয়ার ১০টি দেশের জোট আসিয়ানের সম্মেলনে অংশ নিতে শনিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান মিন অং হ্লাইং।

জার্কাতায় পৌঁছে সম্মেলনে যোগ দিলে মিয়ানমারে চলমান হত্যা, নৃশংসতা ও রক্তপাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন আসিয়ান জোটের নেতারা। সম্মেলনে শর্তহীনভাবে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানান নেতারা।

মিয়ানমারের রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি তোলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘অং সান সু চিসহ অভ্যুত্থানপন্থি নেতারা বন্দি রয়েছেন। অতিসত্বর মিয়ানমারের অচলাবস্থা বন্ধ করতে হবে।’

১ ফেব্রুয়ারি অং সান সু চিসহ রাজনৈতিক বহু নেতাকে গৃহবন্দি করে এবং আটক করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ শুরু হয়। এ পর্যন্ত ওই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৭০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন