গরমের তীব্রতায় খুলনা শিশু হাসপাতালে ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহ ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার (২০ এপ্রিল) ২৫ জন রোগী ভর্তি হয় । এরমধ্যে ৯ জনই ডায়রিয়া আক্রান্ত। চলতি মাসে ৭শ’ ৯৫ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ২শ’ ৩৬ জনই ডায়েরিয়া রোগী।
জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও পিরোজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত রোগী আসে খুলনা শিশু হাসপাতালে। সম্প্রতি গরমের তীব্রতায় ডায়রিয়া রোগে আক্রান্তর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালেও রোগীর ভিড় বাড়ছে।
প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল অমিন রাকিব খুলনা গেজেটকে বলেন, পূর্বের তুলনায় ডায়রিয়ার রোগী বাড়লেও রোগীরা আমাদের এখানে পর্যাপ্ত সেবা পাচ্ছে। আসন কিংবা ঔষুধ সামগ্রীতেও কোন সংকট নেই।
শিশু বিশেষজ্ঞ ডাঃ এস আহসান আহমেদ জানান, তীব্র গরমে হঠাৎ করে শিশুদের ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ডায়রিয়ার সংক্রমণের মূল কারণ পরিষ্কার পরিছন্নতার অভাব। আমরা যদি স্বাস্থ্য সচেতন হই, তাহলে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ বা কমিয়ে আনা সম্ভব।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কামরুজ্জামান জানান, তীব্র গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। আমরা অ্যাপসের মাধ্যমে সেবা প্রদান ও লকডাউনের কারণে তুলনামূলক রোগী কম ভর্তি হওযায় হাসপাতালে আমাদের এখনও কোনো সমস্যা হচ্ছে না। রোগীদের মানসম্মত চিকিৎসা সেবায় আমাদের পর্যাপ্ত ঔষুধ সামগ্রীসহ সকল সেবা চালু রয়েছে। আমরা চেষ্টা করছি মানুষের আস্থা বজায় রাখতে। আর এ কারণেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল ও কঠিন রোগ নিয়ে এ হাসপাতালে রোগী আসে।
খুলনা গেজেট/এনএম