Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রোমাঞ্চকর জয়ে ইউরোপার শেষ আটে ম্যান ইউ

ক্রীড়া প্রতিবেদক

বড় কোনো বাধা ছাড়াই দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে এগিয়ে থেকে চলতি ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে পিছিয়ে পড়েও লাস্কের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছে ওলে গানার সুলশারের দল। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জিতেছিল রেড ডেভিলরা। যার কারণে লাস্ককে শেষ আট আট নিশ্চিত করতে হলে জিততে হতো ৬-০ ব্যবধানে। অষ্ট্রিয়ান ক্লাবটি অবশ্য চেষ্টার কমতি রাখেনি।

প্র্রথমার্ধ পযর্ন্ত ইউনাইটেডের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে লাস্ক। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ক্লাবটি এগিয়্ওে যায়। ৫৫তম মিনিটে লাস্ককে এগিয়ে দেন ফিলিপ ওয়েসিঙ্গার। তবে শক্তির ব্যবধানে এগিয়ে থাকা ইউনাইটেডের বিপক্ষে ব্যবধানটি ধরে রাখতে পারেনি তারা।

পিছিয়ে পড়ার ২ মিনিট পরেই গোল শোধ করে সুলশারের দল। হুয়ান মাতার পাস থেকে ইউনাইটেডকে সমতায় ফেরান জেসে লিঙ্গার্ড। ড্র হতে যাওয়া ম্যাচটিতে রেড ডেভিলদের জয় এনে দেন বদলি হিসেবে নামা অ্যান্থনি মার্শাল। ৮৮তম মিনিটে আবারও মাতার থ্রো থেকে বল পেয়ে ব্যবধানটা ২-১ করেন ফরাসি ফরোয়ার্ড। এ নিয়ে ২০১৯/২০ মৌসুমে ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল করলেন মার্শাল।

শেষ আটের লড়াইয়ে ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ড্যোনিশ ক্লাব কোপেনহেগেনকে। দু’দলের প্রথম লেগ হবে জার্মানির কোলনে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন