Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এবার বাংলাদেশে ‘বড় লোকের বেটি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক

ভারতের প্রখ্যাত পল্লিগীতি শিল্পী রতন কাহার ১৯৭২ সালে ‘বড় লোকের বেটি লো’ গানটি লিখেন। ১৯৭৬ সালে অশোক রেকর্ড কোম্পানির উদ্যোগে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানটি রেকর্ড হয়। কিছুদিন আগে গানটির প্রথম দু’লাইন নিয়ে বলিউডের র‌্যাপার বাদশা একটি গান প্রকাশ করেন। নেট দুনিয়ায় ভাইরাল হয় সেই গান।

রতন কাহারকে শ্রদ্ধা জানিয়ে এবার বাংলাদেশেও গানটি নতুনভাবে করলেন সঙ্গীত পরিচালক জে.কে মজলিশ। কণ্ঠ দিয়েছেন জে.কে মজলিশ ও বিন্দু কণা। ঈদ উপলক্ষে বড় বাজেটের এ মিউজিক ভিডিও আরটিভি মিউজিক ও আরটিভি প্লাসে মুক্তি পেয়েছে।

মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আঁখি আফরোজ ও আরেফিন জিলানী। ভিডিওতে উপস্থিত ছিলেন গানের দুই শিল্পী জে.কে মজলিশ ও বিন্দু কণাও। গানটির কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। পরিচালনায় ছিলেন উজ্জ্বল রহমান।

ভিডিও দেখুন :

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন