করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। সব রেকর্ড ভেঙে দেশটিতে একদিনেই ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতেই এটাই কোভিড আক্রান্তের সবচেয়ে বড় পরিসংখ্যান।
রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
গত এক দিনে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। গত পাঁচ মাসে এটিই সর্বাধিক। এ নিয়ে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৯ হাজার ২৭৫ জন।
এ পর্যন্ত ভারতের এক কোটি ৩৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ হয়েছে। যা বিশ্বে তৃতীয়। মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ও লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ করোনার সংক্রমণ হয়েছে।
ভারতের এক কোটি ৩৫ লাখ আক্রান্তের মধ্যে এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছে এক কোটি ২০ লাখ ৮১ হাজারের বেশি মানুষ সুস্থ হতে পেরেছে।
খুলনা গেজেট/এনএম