বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে ছিনতাইয়ের ঘটনায় আটক ২

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার পৌরসভা সংলগ্ন ধোপাখোলা এলাকায় এক ভাঙ্গারি ব্যাবসায়ী মোঃ মুজিবর শেখকে গুলি করে ও কুপিয়ে টাকা ছিনতায়ের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো নড়াইল পৌরসভার দূর্গাপুর এলাকার ছমির মোল্যার পূত্র তরিকুল ইসলাম (২২) এবং ভওয়াখালী নতুন পাড়া এলাকার ইলাহী মোল্যার পূত্র কাদের মোল্যা (২২)।

এদিকে গুলির ঘটনায় গুরুতর জখম আহত মুজিবর শেখের ডান পা হাটুর নিচে থেকে কেটে ফেলতে হয়েছে। শনিবার (১০ এপ্রিল) যশোর পঙ্গু হাসপাতালে তার ডান পায়ে হাটুর নীচ থেকে অপারেশনের মাধ্যমে বিছিন্ন করা হয়।

এ ঘটনায় আহত মুজিবর শেখ শুক্রবার (৯ এপ্রিল) বাদি হয়ে সদর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা করেন।

নড়াইলে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, আসামী দুজনকে সদরের সিঙ্গাশোলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামি প্রাথমিকভাবে পুলিশের কাছে মুজিবরকে গুলি ও কুপিয়ে জখম করার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য গত ৬ এপ্রিল বিকাল ৫ টার দিকে নড়াইল সদর উপজেলার পৌরসভা সংলগ্ন ধোপাখোলা এলাকায় নিজবাড়ীর সামনে ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙ্গারি ব্যাবসায়ী মোঃ মুজিবর শেখকে গুলি করে ও কুপিয়ে টাকা ছিনতায়ের ঘটনা ঘটে। এসময় দুবৃত্তরা গুলি করে ও কুপিয়ে দোকানের ক্যাশবাক্সে থাকা ২৫,০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন