রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার হাসান শাহরিয়ারের মৃত্যু হয়।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই।
রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
তিনি বলেন, ৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হন।
শনিবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
করোনা আক্রান্ত ছিলেন কিনা জানতে চাইলে ফরিদা ইয়াসমিন বলেন, ‘শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। তবে করোনা আক্রান্ত ছিলেন কিনা এ বিষয়ে বলতে পারব না।’
জানাজা কখন হবে জানতে চাইলে তিনি বলেন পরিবার-পরিজন মিলে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
খুলনা গেজেট/এনএম