খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

আজ থেকে ফের শুরু হচ্ছে ইউরোপা লিগ

ক্রীড়া প্রতিবেদক

আজ থেকে আবারো শুরু হচ্ছে উয়েফা ইউরোপা লিগ। দীর্ঘ বিরতির পর শেষ ষোলোর সেকেন্ড লেগে অস্ট্রিয়ান লিনজার অ্যাথলেটিক স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ইন্টার মিলানের প্রতিপক্ষ গেতাফে।

দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাত ১টা। রাত ১০টা ৫৫তে আছে আরও দুটি ম্যাচ। যেখানে লেভারকুজেনের প্রতিপক্ষ রেঞ্জার্স আর রোমা খেলবে সেভিয়ার সাথে।
ম্যানচেস্টার ইউনাইটেড; ধুকতে ধুকতে মৌসুম শুরু করা দলটা সিজন শেষে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। রেড ডেভিলস স্কোয়াডটা এখন যথেষ্ট ভারসাম্যপূর্ণ।
মৌসুমের মাঝে দুর্নান্ত এক সাইনিং। পর্তুগী অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নন্দেস দলে ঢুকে পাল্টে দিয়েছেন চেহারা। একাডেমি থেকে উঠে আসা ম্যাজন গ্রীউনড পুরো মৌসুম জুড়ে আলো ছড়িয়েছেন। ম্যানইউর ডিফেন্সে কিছুটা সমস্যা আছে। তবে মাগুয়ারের নেতৃত্বে ফ্রেড, রাশফোর্ড, বিসাকা, মার্শিয়ালদের নিয়ে আত্মবিশ্বাস পুজি করেছেন ওলেগানে শোলশায়ার।

লিনজারের বিপক্ষে ম্যাচ নিয়ে অতশত ভাবার সবময় নাই ম্যানচেস্টার ইউনাইটেডের। মার্চে ফাস্ট লেগে ঘরের মাঠে ওদেরকে ৫ গোল দিয়েছিলন রেডডেভিল, কনসিড করেনি একটাও, তাই ফিরতি লেগের ম্যাচটা কেমন হতে যাচ্ছে সেই ধারণা করে নেয়াই যায়।

হাড্ডাহাড্ডি পজিশনে থেকে লিগ শেষ করেছে ইন্টার মিলান। সিজন শেষে চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে ছিল নাজিওনালে। এবার মিশন ইউরো। করোনায় গেতাফে-ইন্টারের ফল নিধারণ হবে এক লেগেই।

গেতাফের চেয়ে শক্তিতে যোজন ব্যবধানে এগিয়ে ইন্টার নাজিওনালে। কিন্তু বিপত্তি আছে খানিকটা। ইউরোপিয়ান কম্পিটিশনে শেষ ১২ ম্যাচে স্প্যানিশ ক্লাবের সাথে মাত্র একবারই জিততে পেরেছে নেরাজ্জুরিরা। তবে দলটা যখন গেতাফে তখন চিন্তামুক্ত থাকতেই পারে কন্তের ছেলেরা।

নিরপেক্ষে ভেন্যু জার্মানির ভেলটিস এরেনায় খেলা, তাই হোম-অ্যাওয়ের হিসেব নাই। ইন্টার স্ট্রাইকার রোমুলু লুকাকু আছেন আছেন দুর্দান্ত ফর্মে। দু-একজন বাদে দেলের অধিকাংশ সদস্যই আলো ছড়াচ্ছেন নিয়মিতই। তাই গেতাফের বিপক্ষে ম্যাচে ইন্টারকে ফেভারিট ধরে নেয়াই যায়।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!