করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ৭ আগস্ট ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে শুরুর দিকে থাকতে পারছেন না দেশের বাইরে থাকা দুই ফুটবলার অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক রায়হান।
বিশ্বকাপ বাছাই পর্ব ও এফসি বাছাই পর্বের খেলার জন্য দীর্ঘ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য গাজীপুরের সারাহ রিসোর্টে আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করেছে বাফুফে। ১৫ দিনের এ ক্যাম্প চলবে ২১ আগস্ট পর্যন্ত।
শুরুর দিকের ক্যাম্প মিস করতে যাচ্ছেন জামাল ভূঁইয়া। তিনি আছেন ডেনমার্কে। তারিক রায়হানের ঠিকানা ফিনল্যান্ড। দুই জনই দ্বৈত নাগরিক। করোনা মহামারির সময়ে সীমান্ত অতিক্রমে দুই দেশের অনুমতির প্রয়োজন। পাশাপাশি বিমানের টিকিটের ঝামেলা তো আছেই। সব মিলিয়ে এখনও বাংলাদেশে আসতে পারেননি দুইজন। তবে শিগগিরিই তারা ক্যাম্পে যোগ দেবেন বলে মনে করেন বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত।
তিনি বলেন,‘আমাদের ক্যাম্পের শুরুতে তারা দুইজন থাকছেন না। বিমানের টিকিট পাওয়ার ঝামেলা থাকে। এ মুহূর্তে সব ফ্লাইট চলে না। আবার সব ফ্লাইট সব দেশে অপারেট করে না। পাশাপাশি এক দেশ থেকে আরেক দেশে গেলে অনুমতি নিতে হয়। আমাদের ফুটবলাররা সেই অনুমতি পেয়ে যাবেন। কিন্তু বিমানের টিকিট পাওয়া সবচেয়ে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আশা করছি এ সমস্যা কেটে যাবে এবং তারা দ্রুত যোগ দিতে পারবেন। ‘
বুধবার সাড়ে আটটায় ফুটবলারদের রিপোর্টিংয়ে ক্যাম্প শুরু হবে। ইয়াসিন আরাফাত, মাহবুবুর রহমান সহ মোট ১২ ফুটবলার আগামীকাল সকালে রিপোর্ট করবেন। পরদিন আরো ১২ ফুটবলার রিপোর্ট করবেন এবং ৭ আগস্ট যোগ দেবেন ৭ ফুটবলার। রিপোর্টিংয়ের পর প্রত্যেককে করোনা টেস্টের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।
বিকেলেই পাওয়া যাবে করোনা রিপোর্ট। দুপুরে যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তাদের নেওয়া হবে সারাহ রিসোর্টে। কারো রিপোর্ট পজিটিভ আসলে তাকে আইসোলেশনে পাঠাবে বাফুফে।
৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। যেটি অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে। ৩৬ জনের প্রাথমিক দল: আশরাফুল ইসলাম রানা, কাজী তারিক রায়হান, মনজুরুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আবদুল্লাহ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, নাজমুল ইসলাম রাসেল, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, এম এস বাবলু ও সুমন রেজা।
খুলনা গেজেট/এএমআর