কসোভোর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভিজোসা ওসমানি

আন্তর্জাতিক ডেস্ক

আগামী পাঁচ বছরের জন্য কসোভোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভিজোসা ওসমানি। রবিবার দেশটির পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি।

নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টেই শপথ নেন তিনি। ৩৮ বছর বয়সী এই নারী রাজনীতিবিদ দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার।

কসোভোর পার্লামেন্টের আসন সংখ্যা ১২০টি। তৃতীয় দফা ভোটাভুটিতে ৭১ জন পার্লামেন্ট সদস্য ভিজোসা ওসমানির পক্ষে ভোট দেন। বাতিল হয় ১১টি ভোট। এছাড়া দু’টি বিরোধী দল এবং জাতিগত সার্বীয় সংখ্যালঘু দল এই ভোটাভুটি বয়কট করে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন