মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বৃষ্টির কারণে অকল্যান্ডে বিলম্বিত টস

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় তৃতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে টসের সময় পেরিয়ে গেলেও বৃষ্টির কারণেও এখনও টস হয়নি।

টসের নির্ধারিত সময়ে ১৫ মিনিট পর সরানো হয় ইডেন পার্কের কভার। বৃষ্টি চলে গেছে আপাতত। তাতে করে দেরিতে হলেও ম্যাচ শুরুর আশা জেগেছে। কয়েকজন খেলোয়াড়কে মাঠেও দেখা গিয়েছে ঘাম ঝরাতে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টি বিঘ্নিত হয়েছিল বৃষ্টিতে। বৃষ্টি আইনের মারপ্যাঁচে টার্গেট ছাড়াই বাংলাদেশকে পাঠানো হয়েছিল ব্যাটিংয়ে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির শুরুতেই বৃষ্টির বাধা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন