খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

গেজেট ডেস্ক

দীর্ঘ দুই বছর অপেক্ষার পর অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ৪ এপ্রিল থেকে। আবেদন কার্যক্রম চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়োগে এমপিওভুক্ত স্কুল ও কলেজে ২৬ হাজার ৮৩৮ জনকে। ননএমপিও স্কুল ও কলেজে চার হাজার ২৬৩ জন। এমপিওভুক্ত মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা পদে ১৯ হাজার ১৫৪ জন, ননএমপিও মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা পদে এক হাজার ৮৪২ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আরও দুই হাজার ২০৭টি সংরক্ষিত পদেও নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সবমিলিয়ে এমপিওভুক্ত পদের সংখ্যা ৪৮ হাজার ১৯৯৮টি। আর ননএমপিও পদ রয়েছে ছয় হাজার ১০৫টি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!