সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকাল ১০ টার পরপরই তাঁকে বহনকারী হেলিকপ্টারটি শ্যামনগরের ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছানোর পর ১০ টা ১০ মিনিটে তিনি সরাসরি চলে যান যশোরেশ্বরী কালী মন্দিরে। সেখানে পৌঁছানোর পর শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।
মন্দির প্রাঙ্গণে নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান শ্যামনগরের সন্তান নাট্য ব্যক্তিত্ব জয়ন্ত চট্রোপাধ্যায়। পরে ১০টা ১৫ মিনিটে তিনি যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দেন এবং মন্দির প্রদক্ষিণ করেন। বেলা ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত তিনি মন্দিরের ভিতরে অবস্থান করে পূজায় অংশগ্রহণ করেন। মন্দির থেকে বেরিয়ে তিনি আশেপাশে অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁর সফর সঙ্গী ভারতীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। পরে ১০ টা ৪০ মিনিটের দিকে তিনি যশোরেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান।
বেলা ১১ টার কিছু আগে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। টুঙ্গিপাড়া থেকে নরেন্দ্র মোদি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। তিনি ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন।
দুপুরে ঢাকায় ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। তার আগে দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করবেন। সবশেষে নরেন্দ্র মোদি বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।
করোনা মহামারি শুরুর পর মোদি প্রথম বিদেশ সফর করছেন। আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির এটা দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মোদি।
খুলনা গেজেট/এনএম