Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

একই সময়ে আমিরাতে মেয়েদের আইপিএলও

ক্রীড়া প্রতিবেদক

সব আগে থেকেই ঠিক করা ছিল, শুধু অপেক্ষা ছিল গ্রিন সিগনালের। সরকারের ‘ইয়েস কার্ড’ পেয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হয়েছে, ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে আইপিএলের ১৩তম আসর। মধ্যপ্রাচ্যের দেশটিতে বসবে মেয়েদের আইপিএল।

ছেলেদের টুর্নামেন্টে চলবে ৫৭ দিন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ খেলা হবে। অন্যদিকে ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মেয়েদের জমজমাট টি-টোয়েন্টি প্রতিযোগিতা।

রোববার ভিডিও কনফারেন্সে ২০২০ আইপিএল নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়। এরপর সন্ধ্যায় আরব আমিরাতে হলে চলা আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে ভারতীয় বোর্ড।

করোনা সংকটের মধ্যে মেয়েদের আইপিএল নিয়ে গুরুত্ব দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাই ঝুলন গোস্বামী থেকে মিতালী রাজের মতো নারী দলের ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটের দাদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন