খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৭৯৭ জনে। গত বছরের ২০ ডিসেম্বরের পর এটিই দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৮৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৮৩৯৫ জনে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৪ মার্চ) করোনাভাইরাসটিতে আক্রান্ত ২৫ জনের মৃত্যু হয়েছিল। গতকাল আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন তিন হাজার ৫৬৭ জন। ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৯১৫ জন।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৯৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৯ হাজার ৮২৯ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৫টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৭৩১টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের ২৫ জন পুরুষ, বাকি ৯জন নারী। এর মধ্যে হাসপাতালে ৩৩ ও বাড়িতে এক জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৭৯৭ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬৫০ জন, বাকি দুই হাজার ১৪৭ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ২৫ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১৮, ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক, ৩১ থেকে ৪০ বছরের দুই এবং ২১ থেকে ৩০ ও ১১ থেকে ২০ বছরের এক জন করে রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!