মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা

দ্বিতীয় ম্যাচেও খুলনার জয়

যশোর প্রতিনিধি

যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে খুলনা জেলা। তাদের কাছে ৪৭ রানে পরাজিত হয়েছে নড়াইল।

টসে জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে তারা ৪৫.৫ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৯৪ রানের ইনিংস গড়ে। পরে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে নড়াইলের ইনিংস গুটিয়ে যায় ১৪৭ রানে।

খুলনার ব্যাটিং ইনিংসে মিরাজুল ইসলাম ৩০, সিয়াম হোসেন দিপু ১২, মাহাবুবুর রহমান ৭৮ ও পারভেজ রহমান জীবন ৩৫ রান করেন। বল হাতে নড়াইলের পক্ষে মুশফিকুর রহমান চারটি, হৃতিক রায় তিনটি, রাশেদুল ইসলাম দু’টি ও সৌখিন হোসেন নেন একটি উইকেট।

নড়াইলের ব্যাটিং ইনিংসে শারবোন ১৫, আরিশ জামান ১২, সাকিব রহমান ১৬, মাহফুজুর হোসেন ১৪, অর্ঘ প্রদ্বীপ ২৭ ও মুশফিকুর রহমান ২০ রান করেন। বল হাতে নাইমুল হাসান চারটি, পারভেজ রহমান জীবন ও শাওন গাজী দু’টি করে এবং একটি করে উইকেট দখল করেন তানজীরুল ইসলাম ও দাউদ আহমেদ সাজিদ।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন