মঙ্গলবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে নড়াইল জেলা। তারা বাগেরহাট জেলাকে হারিয়েছে ২১ রানে। এর আগে সোমবার উদ্বোধনী ম্যাচে বাগেরহাট পরাজিত হয়েছিল খুলনার কাছে।
টস জিতে ব্যাটিংয়ে নামে নড়াইল। নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে তারা ৩৬.২ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৪১ রানের ইনিংস গড়ে। পরে ব্যাটিংয়ে নেমে ২৯.১ ওভারে বাগেরহাটের দলীয় ইনিংস গুটিয়ে যায় ১২০ রানে।
নড়াইলের ব্যাটিং ইনিংসে সারবোন হোসেন ১২, হৃতিক রায় ১১, সাকিব রহমান ২২, মাহফুজুর রহমান ১৮, রাশেদুর কালাম অপরাজিত ২০ ও মুশফিকুর রহমান ১৫ রান করেন। অতিরিক্ত হতে আসে ৩৩ রান। বল হাতে বাগেরহাটের পক্ষে নুরুল হাসান পাঁচটি, মাহমুদুল হাসান সুমন, আকাশ দাস, জাওয়াদ আশরাফি ও হাফিজ নেন একটি করে উইকেট।
বাগেরহাটের ব্যাটিং ইনিংসে রাজু খলিফা ১৪, শেখ আলী হায়দার ২৩, নুরুল হাসান ১০, তাহমিদ রহমান ১২ ও মাহমুদুল হাসান ১২ রান করেন। অতিরিক্ত হতে আসে ২১ রান। বল হাতে নড়াইলের পক্ষে রাশেদুল ইসলাম, সৌখিন হোসেন ও হৃতিক রায় দু’টি করে এবং একটি করে উইকেট নেন সাকিব রহমান ও মফিজুর রহমান।
খুলনা গেজেট/এমএইচবি