খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে ৬ বাংলাদেশী আটক

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশীকে আটক করেছে ঝিনাইদহ মহেশপুর ৫৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার নব-গ্রামের নজরুল মোল্লার ছেলে জিনায়েদ মোল্লা(২২)একই উপজেলার পারবিষপুর গ্রামের সেলিম মোল্লার মেয়ে মোছাঃ মিম বেগম(১৯), জাফর মোল্লার মেয়ে মোছাঃ পাপিয়া বেগম(২৭), খুলনার রুপসা উপজেলার তালতলা গ্রামের দুর্লভ ভদ্রের ছেলে বিশ্বজিৎ ভদ্র(৩৫), বিশ্বজিৎ ভদ্রের স্ত্রী শিমু ভদ্র (২৫)এবং তার সন্তান স্মৃতি ভদ্র(৫)।

বিজিবি সুত্রে জানা গেছে, মহেশপুর -৫৮ ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ধোপাখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের ৬৯ নম্বর আন্তজার্তিক মেইন সীমানা পিলারের ৬নম্বর সাব পিলার থেকে আনুমানিক ১০০গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে শিশুসহ ৬ জনকে আটক করা হয়। তারা সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাচ্ছিলেন । অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্ঠা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়েরসহ আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর৫৮- বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!