বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষ নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষ রওশন আলম (৫০) নিহত হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রওশন আলম তুলারামপুর দক্ষিণপাড়ার জামশেদ আলী খানের ছেলে এবং ওই এলাকার আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে তুলারামপুর সেতু সংলগ্ন পার্শ্ব সড়ক থেকে মোটরসাইকেল চালিয়ে নড়াইল যশোর সড়কে উঠলে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তিনি গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

এ দুর্ঘটনায় নিহতের পরিবার, কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন