দর্শকশূন্য নয়, আইপিএলে মাঠ বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা৷ সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদন দিলে ইউএই ক্রিকেট বোর্ড দর্শকদের দিয়ে ৩০-৫০ শতাংশ স্টেডিয়াম পূরণ করতে আগ্রহী৷ শুক্রবার ইউএই সচিব মুবাশি উসমানী এমনটাই জানিয়েছেন।
আইপিএলের তারিখ ঘোষণার সময় চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর আইপিএলে দর্শকদের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরশাহী সরকার৷ রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের পূর্ণাঙ্গ সূচি স্থির হতে পারে৷
উসমানী ফোনে বলেন, ‘একবার আমরা বিসিসিআইয়ের কাছ থেকে (ভারত সরকারের অনুমোদনে) নিশ্চয়তা পেলে আমরা সম্পূর্ণ প্রস্তাব এবং এসওপি নিয়ে আমাদের সরকারের কাছে যাব৷ যা আমাদের ও বিসিসিআই-এর প্রস্তুতি নিতে সাহায্য করবে৷’
মাঠে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘অবশ্যই আমাদের লোকেরা এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি অনুভব করতে চাই৷ তবে এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত৷ এখানে বেশিরভাগ ইভেন্টের জন্য স্টেডিয়ামের ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক ঢোকানার অনুমিত পাওয়া যেতে পারে৷ আমরা একই সংখ্যার দিকে তাকিয়ে রয়েছি৷’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা সরকারের অনুমোদনের বিষয়ে আশাবাদী।’
খুলনা গেজেট/এএমআর