খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

ডুমুরিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে আরিফ-জালাল চ্যাম্পিয়ন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার সাজিয়াড়া তরুন সংঘের উদ্যেগে অনুষ্ঠিত দিনব্যাপী ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে আরাজি ডুমুরিয়ার আরিফ-জালাল মোড়লের দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার সকাল ১০ টায় সাজিয়াড়া পূর্বপাড়া ফুটবল মাঠে এ খেলার আয়োজন করা হয়।

বিকেলে চুড়ান্ত পর্বে আরাজি ডুমুরিয়া গ্রামের আরিফ-জালাল মোড়লের দল ও একই গ্রামের আসিফের দল নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র করে। পরে ট্রাইব্রেকারে ২-১ গোলে আরিফ-জালাল মোড়লের দল চ্যাম্পিয়ন হয়।

লিটন গাজী, রবিউল গাজী, তরিকুল মোড়ল, সোহান গাজী, সালাম মোড়ল, শফি মোড়ল, সুমন গাজী, সবুজ গাজী ও মুরাদের তত্বাবধানে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মাঝি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ শেখ, শরিফুল ইসলাম, সুমন শেখ, বাধণ মন্ডল প্রমুখ।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!