শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

পশ্চিমবঙ্গে বিজেপির মনোনয়ন পেলেন যেসব বিনোদন তারকা

বিনোদন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে রাজ্যে ৮ দফা ভোটের মধ্যে তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

রোববার তৃতীয় ও চতুর্থ দফায় মোট ২৭ ও ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেছে উগ্র হিন্দুত্ববাদী এ দলটি। এই দুই দফায় দলে মনোনয়ন পেয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত (চণ্ডীতলা), তনুশ্রী চক্রবর্তী (শ্যামপুকুর), পায়েল সরকার (বেহালা পূর্ব), অঞ্জনা বসু (সোনারপুর দক্ষিণ)।

হুগলির বর্তমান এমপি অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় এবারও দলের মনোনয়ন পেয়েছেন। তিনি লড়বেন চুঁচুড়া থেকে।

টলিগঞ্জ থেকে লড়বেন সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়। আর সোনারপুর দক্ষিণে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয় পেয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন