খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

রশিদ খানেই স্বপ্ন ভঙ্গ জিম্বাবুয়ের

ক্রীড়া প্রতিবেদক

প্রথম টেস্টে জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল জিম্বাবুয়ে। শেন উইলিয়ামসের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে ক্রিকেট দলের সেই স্বপ্ন ফিকে হয়ে গেল এক রশিদ খানের লেগ স্পিনে।

প্রথম টেস্টের একাদশে ছিলেন না রশিদ খান। আবুধাবিতে অনুষ্ঠিত সেই টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় জিম্বাবুয়ে ক্রিকেট দল।

সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে ফেরেন রশিদ খান। তার ফেরার মধ্য দিয়ে প্রাণ ফিরে পান সতীর্থরা। প্রথম টেস্টে ১৩১ ও ১৩৫ রানে অলআউট হওয়া আফগানিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হাসমতউল্লাহ শহীদির ডাবল আর অধিনায়ক আসগর আফগানের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৫৪৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে।

আফগানিস্তানের পাহাড়সম রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রশিদ খানের লেগ স্পিনে বিভ্রান্ত হয় প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন রশিদ খান। এছাড়া ৩ উইকেট নেন আমির হামজা।

ফলোঅন এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও রশিদ খানের গুগলিতে বিপর্যয়ে পড়ে যায় জিম্বাবুয়ে। ১৪৭ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় ছিল জিম্বাবুয়ে। রশিদ খান একাই নেন ৫ উইকেট।

সেই কঠিন অবস্থা থেকে জিম্বাবুয়ে দলকে খেলায় ফেরান অধিনায়ক শেন উইলিয়ামস। অষ্টম উইকেটে ডোনাল্ড ত্রিপানোকে সঙ্গে নিয়ে গড়েন অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি।

এই জুটিতেই ক্যারিয়ারের ১৪তম টেস্টে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস। তার লড়াকু সেঞ্চুরিতে ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে চতুর্থ দিন শেষ ৭ উইকেটে ২৬৬ রান করে ৮ রানের লিড নেয় জিম্বাবুয়ে। ১০৬ ও ৬৩ রানে অপরাজিত আছেন উইলিয়ামস ও ডোনাল্ড ত্রিপানো।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!