সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় চিকিৎস্যক, পুলিশ, ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও এনজিও কর্মীসহ নতুন করে আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১ আগষ্ট পর্যন্ত মোট ৭৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
নতুন করে করোনা অক্রান্তরা হলেন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শেখ তৈয়েবুর রহমান (৪৩), কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী (এমটি ল্যাব) শামিম ইকবাল (৩৫). কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম (৩৭), উন্নয়ন সংগঠন টিএমএসএস এর কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা শাখার পরিমেশ সরদার (৩৫), কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর গ্রামের খগেন সরকার (৬০), একই উপজেলার বাওখালী ওবায়দুর নগরের কামরুল ইসলাম (২৫), তারালীর রহিমপুর গ্রামের আব্দুস সাত্তার (৬০), নলতা এলাকার নাসির উদ্দিন (৪৭), তালা থানার শাহজাহন কবির (৩৭), কলারোয়ার এসএসিএমও ডিকে সম্মাদার (৫৪), সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ার মৌসুমি সিংহ (৩৩), একই এলাকার বিপ্লব ঘোষ (৫০), ফুড় অফিস মোড় এলাকার জয়ি রায় চৌধুরী (২৪), সোনালাী ব্যাংক সাতক্ষীরা শাখার সাহেব আলী (৩০), সদর উপজেলার মাগুরা পূর্বপাড়া গ্রামের সবুজ (৩৬), লাবসা এলাকার শেখ শফিক হাসান (৬৩), ঘোনা গ্রামের শিখা বিশ্বাস (৪০) ও ভোমরা এলাকার আসমা খাতুন(৪০)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে ১ আগষ্ট পর্যন্ত জেলায় মোট ৭৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
খুলনা গেজেট/এমএম