Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ১০

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার প্রায় ১০ জনকে আটক করা হয়েছে। বুধবার (১০ মার্চ) তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ঝনঝনিয়া এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হাকিম (২৩), আসাদুজ্জামানের ছেলে মোঃ অনিক হাসান (২২), মোল্লাডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মোঃ রোজ হোসেন (৩৩), ফয়লা গ্রামের তপন বিশ্বাসের ছেলে মিঠুন কুমার বিশ্বাস (২৯), মৃত খাইরুল ইসলামের ছেলে মোঃ সোহাগ হোসেন (২৮), মোঃ নুরুল ইসলামের ছেলে লিছান খান (২৪), হেলাই এলাকার আঃ রাজ্জাকের ছেলে মন্টু (৫০), গোমরাইল এলাকার আঃ মান্নানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৬) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬৮ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও চুরি মামলায় ০৪টি চোরাই ভ্যান উদ্ধারসহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পোড়াহাটি এলাকার মোকাদ্দেসের ছেলে আলামিন ও গ্রেফতারি পরোয়ানা থাকায় কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার মৃত শামীমের ছেলে মোহন কে আটক করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন