কয়েক মাস ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন তামিম ইকবাল। হুট করে ব্যথা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ে। ঢাকায় বেশ কিছু পরীক্ষা করিয়েও তামিমের কোনো সমস্যা খুঁজে পাননি চিকিৎসকেরা। এ জন্যই লন্ডনে চিকিৎসক দেখানোর সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। চিকিৎসকের পরামর্শেই গত সপ্তাহ লন্ডনে উড়ে যান তিনি। অবশ্য করোনাকাল হওয়ায় তামিমের সঙ্গে পরিবারের কেউ যাননি। যাবতীয় পরীক্ষা শেষে শনিবার সকালেই দেশে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
দেশে চিকিৎসা করিয়ে সমস্যা নির্ণয় না হওয়ায় লন্ডনের এক চিকিৎসকের কাছ থেকে অনলাইনে নিয়মিত পরামর্শ নিচ্ছিলেন তামিম। সেই চিকিৎসকের পরামর্শেই গত সপ্তাহ লন্ডনে উড়ে যান তিনি। সূত্রে জানা গেছে, সেখানে বেশ কিছু পরীক্ষা করিয়েছেন। যার ফলাফল আসবে কয়েক দিন পর। সেই ফলাফল দেখেই পরবর্তী করনীয় তামিমকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেজন্যই দেশের ফিরে এসেছেন বাঁহাতি ওপেনার।
করোনা পরবর্তী যুগে বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন। তবে পেটের ব্যথার কারণে তাদের সঙ্গী হতে পারেননি তামিম। তবে এ ক্রিকেটার আশা করছেন দ্রুত সুস্থ হয়ে চেনা পরিবেশে ফিরবেন।
খুলনা গেজেট/এএমআর