ইসরায়েলের তেল আবিব ও হাইফা ধ্বংসের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামী বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে পাল্টা জবাব হিসেবে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনীর অনুমতি ক্রমে ইসরায়েলের বৃহত্তম দুই নগরী তেল আবিব ও হাইফাকে ধ্বংস করে দেওয়া হবে।

গত রবিবার স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন বলে গতকাল সোমবার এ খবর প্রকাশ করে মিডল ইস্ট মনিটর। গত সপ্তাহে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী তেহরানকে উদ্দেশ্যে করে হুমকি দেন, সেই প্রেক্ষিতেই পাল্টা হুঁশিয়ারি দিলেন আমির হাতামী।

তিনি আরও বলেন, কখনো কখনো হতাশা থেকে ইসরায়েল তেহরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হুমকি দিয়ে থাকে। অথচ তারা এটা জানে যে, যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের বৃহত্তম দুই নগরী তেল আবিব ও হাইফাকে ধ্বংস করে দেওয়া হবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন