Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফ্রেঞ্চ লিগ কাপে চ্যাম্পিয়ন পিএসজি

ক্রীড়া প্রতিবেদক

নির্ধারিত সময়, অতিরিক্ত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অলিম্পিক লিওঁকে টাইব্রেকারে হারিয়ে ফরাসি লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে নেইমারদের পিএসজি। রেকর্ড নবমবার চ্যাম্পিয়ন হল ফ্রেঞ্চ জায়ান্টরা।
শুক্রবার রাতে শুরুর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য কাটলে শিরোপাভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি, পাল্টা পেনাল্টি শুটে ৬-৫ ব্যবধানে ভাগ্য গড়ে থামাস টুখেলের শিষ্যরা।

স্তাডে ডে ফ্রান্স স্টেডিয়ামে চোটে থাকা কাইলিয়ান এমবাপেকে ছাড়া নামতে হয়েছিল পিএসজিকে। ডি মারিয়া, ইকার্দি, নেইমাররা জাল খুঁজে না পেলে পরে গোলের জন্য হাঁসফাঁস করতে হয় দলটিকে।

পেনাল্টি শুটে যেয়ে দুদলই প্রথম পাঁচ সুযোগে বল জালে জড়ায়। নেইমার নিয়েছিলেন দলের পঞ্চম শটটি। পরে সাডেন ডেথে লিওঁর কপাল পোড়ে বের্টান্ড ত্রাওরে ষষ্ঠ শটটিতে জাল খুঁজে নিতে না পারলে। বিপরীতে পাবলো সারাবিয়া জাল খুঁজে নিলে শিরোপা উল্লাসে মাতে পিএসজি।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন