মাত্র এক সপ্তাহের ব্যবধান। বাম- কংগ্রেস- আই এস এফের ব্রিগেড সমাবেশের রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বিজেপির ডাকে ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বিজেপির প্রস্তুতি তুঙ্গে । সেজে উঠছে ঐতিহাসিক ব্রিগেড ময়দান।
একদিকে মোদীর এই ব্রিগেড সমাবেশে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে লোক আসবে। সমাবেশকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহল মনে করছে মোদীর ব্রিগেড সমাবেশের মঞ্চে একদিকে মিঠুন চক্রবর্তীসহ বলিউড – টলিউড তারকাদের সমাবেশ ঘটবে , অন্যদিকে তৃণমূলে বড়সড় ভাঙনও ঘটবে।
শনিবার তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি থেকে ২৯৪ টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই প্রার্থী তালিকার অনেকের নাম বাদ যাওয়ায় তারা কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ করতে লেগেছেন। এদের তালিকায় রয়েছেন মমতার সিঙ্গুর আন্দোলনের নেতা এলাকার মাস্টারমশাই হিসেবে খ্যাত প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হাওড়ার দুই বর্ষীয়ান বিধায়ক জটু লাহিড়ী ও ব্রজমোহন মজুমদার। রাজনৈতিক মহলের দাবি, টলিউড চিত্রতারকা ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সহ এক চিত্রতারকা বিজেপিতে যোগ দেবেন মোদীর হাত ধরেই।
পশ্চিমবঙ্গের বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, কলকাতার পাশের হুগলি, হাওড়া, দুই চব্বিশ পরগনা বাদ দিলেও বীরভূম, দুই বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, দুই দিনাজপুর , কোচবিহার, দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার থেকে লোক আসবেন ব্রিগেডে। ইতিমধ্যেই শুক্রবার রাত থেকেই কলকাতায় বিজেপির কর্মী- সমর্থকরা আসা শুরু করে দিয়েছেন। বিজেপির এক নেতার দাবি, মোদীজীর এই ব্রিগেড সমাবেশেই তৃণমূল চুরমার হবে। শুধু সময়ের অপেক্ষা ।
খুলনা গেজেট/ টি আই