খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

মমতা নন্দীগ্রামে, তৃণমূ‌লের প্রার্থী তালিকায় তরুণদের গুরুত্ব

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। শুক্রবার দুপুর দুটোর সময় কালীঘাটের বাড়িতেই এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সুপ্রীমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাথীদের নাম ঘোষণা করেন।

২৯৪ টি আসনের মধ্যে ২৯১ টি আসনে তৃণমূল ও তার জোট সঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চার ৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা ব্যানার্জি । এবারে মমতা তার নিজের কেন্দ্র কলকাতার ভবানীপুর ছেড়ে তিনি নন্দীগ্রামে প্রার্থী হলেন বলে নিজেই ঘোষণা দিলেন। এই নন্দীগ্রাম ছিল মমতা ব্যানার্জির কৃষি জমি আন্দোলনের ক্ষেত্রভূমি। আর এখানে দাঁড়িয়ে কার্যত সেখানকার ভূমিপুত্র সদ্য বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

তবে এবারে তৃণমূলের প্রার্থীতালিকায় তরুদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ১০০ টির বেশি আসনে ৫০ এর নীচে এবং ৪০ এর নীচে ৩০ টির বেশে আসনে তরুণ প্রার্থী দেওয়া হয়েছে। অন্যদিকে দলিত- ওবিসি – জনজাতি গোষ্ঠীর ভোট ধরে রাখতে ৮৫ টির বেশি আসন নির্দিষ্ট করেছে১৫০ টির বেশি আসনে মহিলা প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, বাম- কংগ্রেস- আই এস এফের ব্রিগেড সমাবেশ মমতাকে চাপে রাখে। ফলে তিনি সেই ভাবে তার আসনগুলি সাজিয়েছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!