Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচ পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরে শ্রীলঙ্কা ক্রিকেট বাংলাদেশকে তিন টেস্টের জন্য আমন্ত্রণ জানাতে পারে। দুই বোর্ডের মধ্যে কথা চলছে। ঈদের পরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আলোচনার শুরুতেই জানিয়ে দিয়েছে, তাদের ক্রিকেটার দিয়ে বাংলাদেশকে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দিতে পারবে না। করোনার কারণে আইসিসির কড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। সেসব প্রক্রিয়া মানতে গিয়ে সফর দীর্ঘ হবে। এজন্য নিজেদের বোর্ড একাদশ বা এ দলের সঙ্গে বাংলাদেশকে কোনো প্রস্তুতি খেলার সুবিধা দেবে না শ্রীলঙ্কা ক্রিকেট।

গণমাধ্যমে সে খবর শুনেছেন বাংলাদেশ টেস্ট দলেন অধিনায়ক মুমিনুল হক। তবে বিস্তারিত কিছু জানেন না। সফর নিয়েও তার একটা ধারণা নেই। তবে প্রস্তুতি ম্যাচ যদি না থাকে পরিস্থিতি কঠিন হবে বলে মনে করছেন টেস্ট দলপতি। ‘আমরা এমনিতেই দীর্ঘদিন পর খেলতে নামবো। এর আগে প্রস্তুতি ম্যাচের সুযোগ না পেলে কঠিন। আমি বিশ্বাস করি বিসিবি আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবে না। কোনো কমপ্রোমাইজও করবে না।’

দেশের মাটিতে হলেও প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানিয়ে রাখলেন মুমিনুল, ‘পরিস্থিতি ভালো হলে, বোর্ড মনে করলে এখানে খেলাতেও পারে। আর যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, আমরা কেউ জানি না কী হবে ঈদের পর। খারাপ হলে এসব কাজ কঠিন হয়ে যাবে। আমি মনে করি এটা পুরোপুরি করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। প্রস্তুতি ম্যাচ হলে তো খুবই ভালো।’
গত বছর ভারত সফরে কোনো প্রস্তুতি ম্যাচ পায়নি বাংলাদেশ। পাকিস্তান সফরেও হয়েছিল এমনটা। বিদেশ ভুঁইয়ে পা ফেলে কয়েক সেশন অনুশীলন, এরপর ম্যাচ খেলতে নেমে যাও।

বাংলাদেশ দলের সঙ্গে এরকম হচ্ছে হরহামেশাই! ভারতে স্বাগতিক দলের কাছে নাস্তানাবুদ হওয়ার পর নতুন টেস্ট দলপতি মুমিনুল হক দাবি করেছিলেন, টেস্ট ম্যাচ খেলতে নামার আগে অন্তত যেন একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন