শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

‘হজ করতে ক‌রোনার টিকা বাধ্যতামূলক’

গেজেট ডেস্ক

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া হাজীদের জন্য করোনাভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। যে সব ব্যক্তি করোনাভাইরাসের টিকা নিবেন না, তারা হজ পালন করতে অনুমতি পাবেন না।

এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছিল।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে, যারা ২০২১ সালে হজ পালন করতে চান তাদেরকে টিকা নিতে হবে। কারণ, এটা মানবজাতির জন্য যেমন উত্তম তেমনি অন্য হজ পালনকারীদের করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে।

একটি করোনার টিকাদান কমিটিও গঠন করা হয়েছে যারা পবিত্র স্থানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তদারকি করবে। করোনা টিকা না নিলে কাউকে হজ পালন করতে দেয়া হবে না।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন