রাত পোহালেই কলকাতার ব্রিগেভ ময়দানে বাম- কংগ্রেস-আইএসএফের ডাকে রবিবার ঐতিহাসিক মহাসমাবেশ। বাম- কংগ্রেস -আইএসএফ নেতৃত্ব মনে করেন পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল ও বিজেপির বিকল্প সরকার গড়তে এই ঐতিহাসিক মহাসমাবেশ নানান কারণে গুরুত্বপূর্ণ ।
এই ঐতিহাসিক মহাসমাবেশে রাজ্যের ২৩ টি জেলা থেকে দশ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে এই মহাসমাবেশ রাজ্যে তৃতীয় বিকল্প বাম-কংগ্রেস ও গণতান্ত্রিক সরকার গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই তৃতীয় বিকল্প জোট মানুষের সাধারণ সমস্যা দূর করতে বড় ভূমিকা পালন করতে এক বার্তা দেবে।
কৃষি আইন বাতিল, শ্রম কর্ড বাতিল, বেকারিত্ব দূরীকরণ সহ নূন্যতম কর্মসূচি বাস্তবায়নে এক বিশেষ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে শনিবার থেকেই কলকাতা ও আশপাশে বাম- কংগ্রেস- আই এস এফ নেতা কর্মীরা আসতে লেগেছেন।
কলকাতার অনেক স্হানেই কর্মীরা তাবু খাটিয়ে রাত্রি যাপন করতে লেগেছেন। এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য বলবেন সিপিআই, সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, জাতীয় কংগ্রেস, আই এস এফের শীর্ষ নেতারা বক্তব্য বলবেন। তবে এবারের ব্রিগেড সমাবেশে সবচেয়ে আকর্ষণীয় ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি সদ্য প্রতিষ্ঠিত নতুন দল আই এস এফের প্রধান পৃষ্ঠপোষক। আব্বাস সিদ্দিকী এই জোটে আসায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম ভোটে এই জোটে আসবে বলে রাজনৈতিক মহল মনে করছে।
সবদিক দিয়েই এবারে বাম- কংগ্রেস- আই এস এফের ডাকা ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে ।