Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হিরো আলমকে নিয়ে আফসারীর ২৬তম চলচ্চিত্র

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা বগুড়ার হিরো আলমকে নিয়ে নিজের ক্যারিয়ারের ২৬ নম্বর চলচ্চিত্রটি নির্মাণ করবেন গুণী নির্মাতা মালেক আফসারী। মাস্টার মেকার খ্যাত নির্মাতা নিজেই এ ঘোষণা দিলেন। বুধবার (২৯ জুলাই) রাতে ফেসবুক লাইভে হিরো আলমকে আমন্ত্রণ জানান মালেক আফসারী। সেখানের সম সাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি।

এসময় মালেক আফসারী জানান, তার ২৫ নম্বর চলচ্চিত্র ‘হ্যাকার’ এ যদি কোনো চরিত্র সৃষ্টি করা যায় তাহলে সেখানে তিনি হিরো আলমকে নেবেন। সেটা সম্ভব হতেও পারে নাও হতে পারে। তবে ক্যারিয়ারের ২৬ নম্বর ছবিটি হিরো আলমকে নিয়েই বানাবেন। এবং হিরো আলমের বিপরীতে বিদেশি চরিত্র থাকবে। ছবিটির প্রযোজনা করবেন হিরো আলম।

মালেক আফসারী ওই লাইভে হিরো আলমকে উদ্দেশ করে বলেন, তুমি যে মিউজিক ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে সেটা আবার নতুন করে বানানো যেতে পারে। আর তোমাকে এখন থেকে সমালোচনা মূলক মিউজিক ভিডিও করা যাবে না। যেসব করবা সব ভালো ভিডিও করবা।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন