বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নয় মাসে ১১ হাজার আত্মহত্যা কি উদ্বিগ্ন হবার মতো খবর নয়!

শওগাত আলী সাগর

নয় মাসে যদি একটি দেশে ১১ হাজার মানুষ আত্মহত্যা করে, তা হলে সেটি কি উদ্বিগ্ন হবার মতো কোনো খবর নয়! এ নিয়ে সমাজ বিজ্ঞানী, মিডিয়া, সচেতন মানুষ- সবার মধ্যে কোনো একটা প্রতিক্রিয়া হওয়ার কথা না! রাষ্ট্র কিংবা সরকারেরও তো এ নিয়ে খোঁজ-খবর করার কথা।

২০২০-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর বাংলাদেশের ১১ হাজার মানুষের আত্মহত্যা করার তথ্য নিয়ে কোথাও কোনো ধরনের আলোচনা, প্রতিক্রিয়া হয়েছে বা হচ্ছে বলে টের পাওয়া যায় না। অথচ এই তথ্যটা প্রকাশ করেছে সরকারের সংস্থা।

সাধারনত এইসব ক্ষেত্রে হিসেবের বাইরে বড় একটি অংশ থেকে যায়। হয় তো এই ক্ষেত্রেও রয়ে গেছে। আত্মহত্যার সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক আছে। ১১ হাজার মানুষের আত্মহত্যার তথ্য দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের হাল হকিকতের একটা বার্তা কিন্তু দেয়।
ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন