খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

বিশ্বকাপ সুপার লিগ নিয়ে সতর্ক বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে আইসিসির বিশ্বকাপ সুপার লিগের সেরা সাতে থাকতে হবে। নয়তো বাছাই পর্ব খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে। ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে থাকা বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না।

ওয়ানডে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বীতা বাড়াতে ও সবগুলো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ চালু করেছে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। বিশ্বকাপ সুপার লিগে খেলবে মোট ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে থাকবে নেদারল্যান্ডস।

অংশগ্রহণকারী দলগুলোকে মোট আটটি সিরিজ খেলতে হবে। চারটি হোম, চারটি অ্যাওয়ে। সিরিজে কমপক্ষে তিনটি ওয়ানডে থাকতে হবে। আয়োজক ও সফরকারী দেশ চাইলে ম্যাচের সংখ্যা বাড়াতে পারে। কিন্তু সেগুলো বিশ্বকাপ সুপার লিগের হিসেবে আসবে না। প্রত্যেক সিরিজে থাকবে ৩০ পয়েন্ট। প্রতিটি ওয়ানডের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট। ম্যাচ টাই বা পণ্ড হলে সমান ৫ পয়েন্ট করে পাবে দুই দল।

এভাবে পয়েন্ট প্রক্রিয়ায় এগিয়ে যাবে বিশ্বকাপ সুপার লিগ। সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। পরবর্তী পাঁচ দলকে খেলবে হবে বাছাই পর্ব। যেখানে পাঁচটি দল আসবে লিগ-২ এবং চ্যালেঞ্জ কাপের লিগ পর্ব থেকে। ১০ দলের থেকে যে কোনো দুই দল অংশ নেবে ভারত বিশ্বকাপে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন অন্যতম পরাশক্তি। বলে কয়ে যে কোনো দলকেই হারাতে পারে। ২০১৫ বিশ্বকাপের পর মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশ বড় বড় দলগুলোকে ধারাবাহিকভাবে হারানো শুরু করে। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ উড়ায় সাফল্যের পতাকা। তবে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল তলানিতে। র‌্যাংকিংয়ে অবনমন না হলেও বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিল না। ব্যর্থতা ঝেরে নতুন করে এগিয়ে যাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। ওয়ানডে অধিনায়কের দায়িত্বে এসেছে পরিবর্তন। তামিম এখন ওয়ানডের অধিনায়ক। সব মিলিয়ে বাংলাদেশের সামনে কঠিন পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ।

তবে জাতীয় নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, বাংলাদেশ খুব সহজেই সেরা সাতে থাকতে পারবে। ভারতে ২০২৩ বিশ্বকাপ খেলতে হলে বাছাই পর্বে খেলার প্রয়োজন হবে না। বুধবার রাইজিংবিডিকে তিনি বলেন, ‘আমাদের সামনে যে সুযোগ গুলো আসবে, সবগুলো কাজে লাগাতে হবে। ছোট-বড় দল বা সিরিজ বলে কোনো কথা নেই। আমাদেরকে প্রত্যেকের সাথে ভালো খেলতে হবে। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে আমরা খুব সহজেই সাতে থাকতে পারবো।’

বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ সাত নম্বরে থাকলেও বিশ্বকাপের জন্য এ র‌্যাংকিং কাজে আসবে না। সেজন্য বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে বাড়তি গুরুত্ব দেওয়ার ভাবনা মিনহাজুল আবেদীনের, ‘আমরা যদি বিশ্বকাপ সুপার লিগ টার্গেট করে এগিয়ে যাই তাহলে আমাদের ওয়ানডে র‌্যাংকিংয়েরও উন্নতি হবে। আমাদেরকে সেভাবেই নিজেদেরকে প্রস্তুত হতে হবে। বিশ্বকাপের চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

করোনার ধাক্কায় বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত হয়েছে। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে রয়েছে হোম সিরিজ। ২০২১ সালে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েতে যাওয়ার কথা তামিমদের। ২০২১ সালের শেষে ইংল্যান্ড সিরিজ এবং ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ও মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা বাংলাদেশের। করোনার কারণে এফটিপি নতুন করে সাজাবে আইসিসি। ফলে সিরিজগুলোর ভবিষ্যৎ নির্ধারণ হবে তখনই।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!