বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………… রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা থেকে তার মৃতদেহ নিজ বাড়ি পাইকগাছায় আনা হবে। সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
প্রসঙ্গত্ব, তিনি গত ৯ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ১০ জুলাই সন্ধ্যায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থা সঙ্কটাপন্ন হলে ১২ জুলাই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার নমুনায় করোনা নেগেটিভ এসেছিল। তবে শারিরীক অবস্থান সঙ্কটাপন্ন হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ্যাড. শেখ মো. নুরুল হক খুলনা-৬ থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি আ’লীগের জাতীয় কমিটির সদস্য ও খুলনা জেলার সহ-সভাপতি ছিলেন।
এদিকে, এড. শেখ মো: নূরুল হকের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, নগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
শেখ হেলাল উদ্দিন এমপি : এ্যাড. শেখ মো: নূরুল হকের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি।
অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, আ’লীগ কেন্দ্রিয় কার্র্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল ও তাঁর পরিবার বর্গ।
খুলনা গেজেট/এআইএন