Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
ট্রিপল মার্ডার

মশিয়ালীতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর মশিয়ালিতে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত জাকারিয়া, মিল্টনসহ অন্যান্য আসামীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বুধবার বিকাল ৫ টায় মিছিলটি মশিয়ালী মাদ্রাসা থেকে শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়ক হয়ে ইষ্টার্ণ জুট মিলের সামনে সংক্ষিপ্ত পথ সভার মধ্যদিয়ে শেষ হয়।

পথ সভায় আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম বলেন, মুল আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসুচী অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জাকারিয়া, মিল্টন ও তাদের সহযোগীদের আটক এবং অতিদ্রæত অস্ত্র উদ্ধার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে । তা না হলে ঈদের পর কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।

উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সরদার আঃ হামিদ, ইউপি সদস্য বখতিয়ার পারভেজ, মাহমুদ হাসান, হুমায়ুন কবির, রেজওয়ান রাজা আকুন্জি, মুন্সি শামিম, ইউসুফ গাজী, নাজমুল গাজী প্রমুখ ।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন