ভারতের প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ দলীয় পদ ও সাংসদ পদ থেকে শুক্রবার ইস্তফা দিলেন। এই ঘটনায় দীনেশ ত্রিবেদীর বিজেপিতে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
এদিন তিনি রাজ্যসভার অধিবেশন চলাকালীন তার ইস্তফার কথা ঘোষণা করেন। এদিন দিল্লিতে রাজ্যসভার অধিবেশনে, দলে থেকে দম বন্ধ অবস্থা । কোনো কাজ করতে পারছি না। তাই সাংসদ পদ থেকে আমি ইস্তফা দিলাম। নিজেকে হাঁফ ছেড়ে বাঁচলাম। এদিকে তার বিজেপিতে যোগদান জল্পনা উসকে দিয়ে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গের সাংগঠনিক পর্যবক্ষেক কৈলাস বিজয়বর্গী বলেন দীনেশবাবু তৃণমূলে এলে তাকে স্বাগত। একই কথা বলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সাংসদ দিলীপ ঘোষ।
উল্লেখ্য, ২০০৯ ও ২০১৪ সালে দীনেশ ত্রিবেদী উত্তর চব্বিশ পরগণার বারাকপুর লোকসভা থেকে পরপর দুবার তৃণমূলের মনোনয়নে সাংসদ হন। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে তিনি কিছু দিনের জন্য রেলমন্ত্রী । ২০১৯ সালে বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির অর্জুন সিং- এর কাছে হেরে গেলেও পরে তাকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল ।