প্রকৃতির হেঁয়ালিপনা বোঝার সাধ্য কার? এমনিতে করোনাভাইরাসের কারণে ১১৬ দিন ক্রিকেট নাই মাঠে। অনেক কাঠ-খড় পুড়িয়ে যেই না মাঠে গড়াবে ক্রিকেটের বল, অমনি বেরসিক বৃষ্টি এসে দিলো বাগড়া। অবশেষে প্রায় তিন ঘণ্টা বিরতি দিয়ে সাউদাম্পটনের রোজ বোলে শুরু হলো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ব্যাট-বলের লড়াই, তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে টস করতে নামেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কয়েন নিক্ষেপে জিতলেন তিনি এবং জিতেই নিলেন ব্যাট করার সিদ্ধান্ত। করোনাভাইরাস সব পরিস্থিতি যে পরিবর্তন করে দিয়েছেন, তা এই মুহূর্তেই বোঝা গেলো। কারণ, টস করার পর আগের রীতি অনুযায়ী দুই অধিনায়কের করমর্দন হলো না। একে অপরের কাঁধে হাত রেখে ছবিও তোলা হলো না। সামাজিক দুরত্ব বজায় রেখেই সব আয়োজন সম্পন্ন করা হলো।
শুধু টস করাই নয়, ১১৬ দিন পর অবশেষে কাংখিত সেই ক্রিকেটও শুরু হয়ে গেলো। সাদা পোশাকে, রঙিন বলে ক্রিকেটের ঐতিহ্যবাহী সংস্করণ, টেস্ট শুরু হলো ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যে।
খুলনা গেজেট/রুবেল