খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক জনাব আবুল ফজল (বাংলা ডিসিপ্লিন), হৈমন্তী শুক্লা কাবেরী (ইতিহাস ডিসিপ্লিন) এবং শাকিলা আলম (বাংলা ডিসিপ্লিন) এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিগত ২৮ জানুয়ারী ২০২১ তারিখে চাকুরিচ্যুতি ও অপসারণ আদেশের বিরুদ্ধে রিট আবেদন করেছিলেন গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী)। উক্ত রিটের শুনানী নিয়ে আজ ৯ ফেব্রুয়ারী মাননীয় উচ্চ আদালত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত ২৮ জানুয়ারির আদেশের বিরুদ্ধে রুল নিশি জারি করেছেন এবং তিন শিক্ষকের শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে স্থিতাবস্থার আদেশ প্রদান করেছেন।
হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্যার দ্বৈত বেঞ্চে রিট শুনানি শেষে এ রুল জারি করে উক্ত আদেশ দেন। যেহেতু উক্ত তিন শিক্ষক এখনো তাঁদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
এব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস খুলনা গেজেটকে জানান, “বিষয়টি শুনেছি, তবে আদালতের কোন আদেশের কপি হাতে পাইনি।”
খুলনা গেজেট/ টি আই