এবার নোবেলে ভূয়সী প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গানের যুবরাজ আসিফ আকবর।
নোবেলকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ লেখেন– ‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল; ও কখন কী করে বসে জানি না। ভালো গার্ডিয়ানশিপ হয়তো এখন পেয়েছে সে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশি। নোবেলের নাট আর বল্টুর সমন্বয়টা আদৌ হবে কিনা জানি না। এখন এই মুহূর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি। কারণ ছেলেটা কণ্ঠ ছেড়ে গায়। ’
আসিফ আরও লেখেন– ‘নোবেলের কণ্ঠে নিজের পুরনো দম খুঁজি। ওর তেজস্বী কণ্ঠ শুনতে ভালো লাগে, যা গায় দম নিয়ে গায়। মেশিন মুশিনের কাহিনি নাই। দোয়া করি নোবেল যেন অনেক বাংলা মৌলিক গান গাওয়ার সুযোগ পায়। রিস্ক জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি, শুধু তার তেজস্বী গায়কীর জন্য। নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ। এইবার ঠাণ্ডা মাথায় চলবে, এই কথা দিয়েছে আমায়। আমরা কিছু বেয়াড়া, দোয়া করি তোমার জন্য নোবেল, শুধু গান গেয়ে যাও। ভালোবাসা অবিরাম।’
খুলনা গেজেট/কেএম